ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ২নং জুগলী ইউনিয়ন পরিষদে ০১-১২-২০২৫ ও ০২-১২-২০২৫ ইং তারিখে বয়স্ক ভাতাভোগীদের লাইভ ভেরিফিকেশন/জরিপ কার্যক্রম সম্পন্ন হয়েছে। ইউনিয়নের সকল বয়স্ক ভাতাভোগীদের উপস্থিতিতে দুই দিনব্যাপী এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
ভেরিফিকেশনে অংশগ্রহণকারীদের মূল জাতীয় পরিচয়পত্র, তার ফটোকপি এবং ব্যবহৃত মোবাইল ফোন সঙ্গে নিয়ে ইউনিয়ন পরিষদে উপস্থিত হতে বলা হয়েছিল। দু’দিন ধরে চলা এই যাচাই–বাছাইয়ের মাধ্যমে উপকারভোগীদের তথ্য হালনাগাদ করা হয়।
আজকের দিনের মাধ্যমে জুগলী ইউনিয়নের বয়স্ক ভাতাভোগীদের লাইভ ভেরিফিকেশন কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

