Magspot Blogger Template

হালুয়াঘাটে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবমার্সেবল পাম্প চুরি: শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্বেগ

 ময়মনসিংহের হালুয়াঘাটে গাঙ্গিনারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত সরকারি অর্থায়নের একটি সাবমার্সেবল পাম্প চুরি হওয়ার ঘটনা ঘটেছে। বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করতে পাম্পটি স্থাপন করা হলেও কাজ অসমাপ্ত অবস্থায় থাকা অবস্থাতেই ২৯ নভেম্বর রাতে অজ্ঞাত চোরচক্র সেটি খুলে নিয়ে যায়।


এই ঘটনার পর শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। বিশেষ করে বিদ্যালয়ে দপ্তরি কাম নৈশ প্রহরী হিসেবে শঙ্খ সরকার দায়িত্বে থাকা সত্ত্বেও পাম্প চুরি হওয়ায় স্থানীয়দের মাঝে প্রশ্ন উঠেছে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে।


স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে বিদ্যালয়ের তালা-চাবি অক্ষত রেখে দুর্বৃত্তরা সাবমার্সেবল পাম্পটি খুলে পালিয়ে যায়। পরবর্তীতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোসলেম উদ্দীন বিষয়টি উল্লেখ করে হালুয়াঘাট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।


দপ্তরি কাম প্রহরী শঙ্খ সরকার জানান,

“পাম্পটি এখনো আমাদের কাছে হস্তান্তর করা হয়নি। আমি রাতেই বিদ্যালয়ে অবস্থান করছিলাম, তবে কে বা কারা পাম্পটি চুরি করেছে তা বলতে পারছি না।”


উপজেলা শিক্ষা কর্মকর্তা শেলিমা আক্তার খাতুন বলেন,

“ঘটনার বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মহোদয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।”


উপজেলা নির্বাহী অফিসার আলীনূর খান জানান,

“চুরির ঘটনাটি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং উপজেলা শিক্ষা কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।”

সূত্র: দৈনিক ব্রহ্মপুত্র এক্সপ্রেস

Previous Post Next Post

ads

Magspot Blogger Template

ads

Magspot Blogger Template
Magspot Blogger Template

نموذج الاتصال