মিথ্যা প্রোপাগাণ্ডার বিরুদ্ধে আইনি পদক্ষেপের ঘোষণা ইসলামী আন্দোলনের ময়মনসিংহ-১ আসনের প্রার্থী জিল্লুর রহমানের
ময়মনসিংহ-১ (হালুয়াঘাট–ধোবাউড়া) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মনোনয়ন নিয়ে মাঠে রয়েছেন হাঃ মাওঃ এ্যাড. জিল্লুর রহমান। গত কিছুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে ৪ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ করা হয় এমপি প্রার্থী হিসেবে আলোচনায় থাকা এই তরুণ প্রার্থীর বিরুদ্ধে । সেখানে আরও উল্লেখ করা হয়েছে ২৫ হাজার টাকা ইতিমধ্যে ভুক্তভোগী উদ্ধার করেছেন।সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এই পোস্ট কে ‘মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন’ বলে এই পোস্টের তীব্র নিন্দা জানিয়ে আইনি ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়েছেন।
শনিবার রাতে তার ব্যক্তিগত সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি দাবি করেন, হাতপাখা প্রতীকের জনপ্রিয়তা এলাকায় ক্রমেই বাড়ছে। এতে প্রতিদ্বন্দ্বী একটি মহল আর্থিকভাবে লাভবান হয়ে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
বিবৃতিতে তিনি বলেন,
“যে পোস্টটি ভাইরাল করা হয়েছে, তার সাথে আমার কোনও সংশ্লিষ্টতা নেই। যদি কারো কাছে ন্যূনতম প্রমাণও থাকে, তাহলে আমার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার অনুরোধ করছি। অন্যথায় আমার এবং আমার দলের মানহানি করার কারণে আমি আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।”
তিনি আরও দাবি করেন, ৮-দলীয় জোটের সম্ভাব্য প্রার্থী তালিকায় তার নাম বারবার আলোচনায় আসার পরই এই ষড়যন্ত্র শুরু হয়েছে। ইতোমধ্যে চরমোনাই পীর সাহেব এলাকা পরিদর্শন করে তাকে হাতপাখার প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।
উক্ত নেতা প্রশ্ন রেখে বলেন,
“যারা মিথ্যা পোস্টটি ছড়াচ্ছেন—তারা কি কোনো প্রমাণ চেয়েছেন কিংবা পেয়েছেন? যদি পেয়ে থাকেন, প্রকাশ করুন; আর না হলে আল্লাহর আদালতে দাঁড়ানোর জন্য প্রস্তুত থাকুন।”
স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশে তিনি বলেন,
“এই ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে জয়ের লক্ষ্যে কাজ চালিয়ে যেতে হবে।”
তিনি এই ধরনের রাজনৈতিক নোংরামি থেকে দূরে থেকে সুস্থ রাজনৈতিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানান এবং শয়তানি অপচেষ্টা থেকে রক্ষা করার জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন।

